Tuesday, October 25, 2016

এক টেস্টে দুই বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক :বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টটি অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।
ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড তো বলেই ফেলেছেন এটা তার ক্যারিয়ারের সেরা পাঁচটি টেস্টের মধ্যে একটি। ইংল্যান্ডের কোচ জানিয়েছেন বাসায় বসে আরো একবার দেখার মতো একটি টেস্ট ছিল এটি।
এই ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ডের বেশ কিছু রেকর্ড হয়েছে। পাশাপাশি হয়েছে দুটি বিশ্বরেকর্ডও। চলুন দেখে নেওয়া যাক সে বিষয়ে।
১. রিভিউ-এর বিশ্বরেকর্ড : এবারই প্রথম কোনো ম্যাচে সবচেয়ে বেশি রিভিউ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইংল্যান্ড প্রথম টেস্টে দুই দল মোট ২৬টি রিভিউ নেয়। তার মধ্যে ১৫টিতে সফল হয়। ১১টি বাতিল করা হয়। যা একটি বিশ্বরেকর্ড।
২. ধর্মসেনার ৮ ভুল সিদ্ধান্ত : বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে যে ১১টি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় তার মধ্যে ৮টি সিদ্ধান্তই দিয়েছিলেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। এক টেস্টে যা কোনো আম্পায়ারের নেওয়া সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত এবং বিশ্বরেকর্ড। বাকি তিনটি নিয়েছিলেন ক্রিস গাফানি।

No comments:

Post a Comment