Tuesday, October 25, 2016

এক টেস্টে দুই বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক :বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টটি অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।
ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড তো বলেই ফেলেছেন এটা তার ক্যারিয়ারের সেরা পাঁচটি টেস্টের মধ্যে একটি। ইংল্যান্ডের কোচ জানিয়েছেন বাসায় বসে আরো একবার দেখার মতো একটি টেস্ট ছিল এটি।
এই ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ডের বেশ কিছু রেকর্ড হয়েছে। পাশাপাশি হয়েছে দুটি বিশ্বরেকর্ডও। চলুন দেখে নেওয়া যাক সে বিষয়ে।
১. রিভিউ-এর বিশ্বরেকর্ড : এবারই প্রথম কোনো ম্যাচে সবচেয়ে বেশি রিভিউ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইংল্যান্ড প্রথম টেস্টে দুই দল মোট ২৬টি রিভিউ নেয়। তার মধ্যে ১৫টিতে সফল হয়। ১১টি বাতিল করা হয়। যা একটি বিশ্বরেকর্ড।
২. ধর্মসেনার ৮ ভুল সিদ্ধান্ত : বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে যে ১১টি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় তার মধ্যে ৮টি সিদ্ধান্তই দিয়েছিলেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। এক টেস্টে যা কোনো আম্পায়ারের নেওয়া সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত এবং বিশ্বরেকর্ড। বাকি তিনটি নিয়েছিলেন ক্রিস গাফানি।

Thursday, August 4, 2016

Earn Money Online



Earn Money Online


Earn Money Online

WHO CAN EARN MONEY ONLINE?

Every one can earn money online. If you are a hard working talented person with basic computer knowledge and have an internet connection at home you can easily earn a decent amount of money online every month. But the amount of money would be different. I would like to divide them into three group stages based on their earnings.

NEWBIE OR STARTER GROUP

This is the group for new comers and they totally don’t know how to earn money online. They are seeking for jobs all around the net but due to lack of experience they failed to get any job. In that time they choose PTC, Captcha Entry and other typing based jobs. These jobs are hard working and specially made for newbie because they are less experienced.
The amount of earnings from these kinds of jobs is quite low. It is not more than 100 USD per month. But for the inexperienced newbie it is a decent amount. And it could be their side income also. So don’t be upset and try to obtain more demandable qualifications for better income.

MODERATE EARNING GROUP

This group earns much better amount of money than the previous one. They are more experienced and qualified. They can maintain Blogs with Google Adsense or other Ads, Writing Articles for Blog or Web, doing some easy Freelancing jobs like File Conversions, Virtual Assistance and much more.
With these kinds of jobs they can earn a good amount of money. It could be more than 500 USD per month. But this is not the final stage of earn money online. You can earn Huge amount of money and can live a gorgeous life without going to so called office.

HUGE EARNING GROUP

This is the final group stage of earn money online. In this group they are all learned, qualified and experienced in advance stage of freelancing. They can earn more than 2,000 USD per month. It is not a joke. Just take a look on this Odesk Freelancer’s profile.
oDesk Profile
To be a qualified freelancer you have to learn and pass some qualifying examination in the market places like Odesk on various demandable subjects like Web Development, Web Designing, Web Programming, Ecommerce, Software Development, Network Administration, DBA – Database Administration, Graphic Designing, 3D Modeling & CAD, Animation, Engineering & Technical Designing, SEO – Search Engine Optimization, Sales & Lead Generation, Business Consulting, Statistical Analysis, Project Management, Technical Writing, Web Research and much more. Online free tutorials can help you to learn those subjects easily. So learn more and earn more and lead a better life.
Beside these, there are many alternative ways to earn money online. HYIP (High Yield Investment Program), Affiliate Marketing Program, Domain Perking, Paid Surveys etc are among them. So go for the best and be a successful Freelancer.

Tuesday, February 16, 2016

নেইমারের ব্যক্তিগত বিমান জব্দের নির্দেশ

স্পোর্টস ডেস্ক: শাস্তিটা অনেক দিন ধরেই ‘হবে, হবে’ করছিল। নেইমারের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অনুমিত ছিল। প্রশ্ন ছিল, কখন, আর কোন কোন সম্পত্তি? সেটিরও উত্তর মিলল। কর ফাঁকির মামলায় নেইমারের ব্যক্তিগত বিমান, প্রমোদ তরীসহ প্রায় ৫ কোটি ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পরোয়ানা জারি করেছে ব্রাজিলের আদালত।
মূল রায় এসেছিল গত বছরের সেপ্টেম্বরেই। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। এর শাস্তি হিসেবে তখন নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলার পরিমাণ ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছিলেন সাও পাওলোর ফেডারেল আদালত। সেই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেছিলেন ব্রাজিল অধিনায়ক, তবে সেটি গত সপ্তাহে খারিজ হয়ে যায়। উল্টো সুদের হারের হিসেবে জরিমানার পরিমাণ আরও বেড়ে গেছে।
এরপর আজ ব্রাজিলের ফেডারেল আদালত এই পরোয়ানা জারি করেছেন। যে পরোয়ানায় নেইমারের ব্যক্তিগত বিমান, প্রমোদতরী জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে ব্রাজিলের গুরাউয়া, সান্তোস, প্রাইয়া গ্রান্দে, সাও ভিসেন্তে, সাও পাওলো ও ইতাপেমা অঞ্চলে বার্সা ফরোয়ার্ডের কিছু ব্যক্তিগত সম্পত্তিও জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
নেইমারের জন্য একটাই স্বস্তির খবর, তাঁকে জেলে যেতে হচ্ছে না। যে জরিমানা উশুল করার জন্য এই সম্পত্তিগুলো জব্দ করা হয়েছে, সেটি পরিশোধ করে দিলেই আর কোনো ঝামেলা থাকবে না। ব্রাজিলের কর কর্তৃপক্ষের কর্মকর্তা ইয়াগারো জুং মার্টিনস বলেছেন, ‘তিনি (নেইমার) এখনো রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন, তবে এটা পরের ধাপ। গত বছর যে শাস্তিটা ছিল, সেটি বদলায়নি। যদি তিনি পাওনা টাকা শোধ করে দেন, তাহলেই মামলাটি শেষ হয়ে যাবে। আমাদের (ব্রাজিলের) আইন এত কঠোরও নয়।’
এ নিয়ে অল্প কদিনের মধ্যেই ব্রাজিলেই দুটি মামলায় শাস্তি পেলেন নেইমার। এর আগে অন্য একটি মামলায় ২০০৭-০৮ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্রাজিল ফরোয়ার্ডকে প্রায় ১ লাখ ইউরো জরিমানা করেছিলেন আদালত। আদালতের ঝামেলা অবশ্য এখানেই শেষ নয়। বার্সেলোনায় তাঁর দলবদল ফি নিয়ে লুকোছাপার অভিযোগে স্পেনেও নেইমার ও তাঁর পরিবারের বিরুদ্ধে একটি মামলা চলছে।

Sunday, February 14, 2016

ভারত ১৪৫ রানেই অলআউট


স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে গেছে ভারতের ব্যাটিং ইনিংস। শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৪৫.১ অলআউট সাবেক তিনবারের চ্যাম্পিয়ন ভারত। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিততে ওয়েস্ট ইন্ডিজকে এখন করতে হবে মাত্র ১৪৬ রান।

টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যস্ত ছিল ভারত। দলীয় ৩ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন পান্ত। তাকে অনুসরণ করে দলীয় ৮ রানে ফিরে যান অমলপ্রীতি সিং। শুরুতেই দুই উইকেট হারানোর পর চাপ সৃষ্টি হয় ভারতের ব্যাটিং লাইনে। সেই চাপ আর কাটিয়ে ওঠতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতেই উইকেট পতন হয়েছে শেষ পর্যন্ত।

ব্যতিক্রম ছিলেন শুধু সফরফরাজ খান। ভারতের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। করেছেন হাফ সেঞ্চুরিও। তবে ইনিংসের সমাপ্তি টেনে ফিরতে পারেননি। ৩৯তম ওভারের প্রথম বলে রাইন জনের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আউট হওয়ার আগে ৮৯ বল থেকে পাঁচটি চার ও একটি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৫১ রান।

 আউট হওয়া ব্যাটসম্যানের মধ্যে ৭ জনই ফিরে গেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। ঋষভ পান্ত, অধিনায়ক ইশান কিশান, অমলপ্রীত সিং, ওয়াশিংটন সুন্দর, আরমান জাফের, মায়াঙ্ক ডাগর ও আবেশ খানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। ব্যতিক্রম শুধু মহীপাল লামোর, সরফরাজ খান ও রাহুল বাথাম।

সরফরাজ হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়া বাথাম ২১ ও লামোর ১৯ রান করে আউট হয়েছেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন রায়ান জন ও আলজারি জোসেফ। এছাড়া কিমো পল দুটি এবং সামার স্প্রিঙ্গার ও কেমার হোল্ডার নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গত ৯ ফেব্রুয়ারি ভারত প্রথম সেমিফাইনালে হারায় শ্রীলঙ্কাকে। আর ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

Friday, February 12, 2016

বসন্ত এসে গেছে..........


ঢাকা: শীতে ধুলোর সাগরে নুয়ে পড়া প্রকৃতির ক্লান্তি কেটে গেছে। গাছে গাছে সবুজ পাতা জেগে উঠছে আড়মোড়া ভেঙে। ফুলবাগানে রঙের ছড়াছড়ি। ভোরের হালকা শীতল বাতসে ভর করেছে সোনারোদের একটুখানি উষ্ণতা। নরম উষ্ণতা গায়ে মেখে গলা সাধছে কোকিল।

বসন্ত যে এসে গেছে!

আজ পহেলা ফাল্গুন (শনিবার)। বসন্তের প্রথম দিন। ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় যৌবনা প্রকৃতির গায়ে যেনো লাগে শিহরণ। এলোপাথাড়ি বাতাসও ছন্দ তুলে নাচতে থাকে এসময়। ছন্দে তাল মেলায় বসন্ত ফুলের সুবাস। বসন্তে শিমুল-পলাশ শাঁখে রক্তিম আভা ছড়ায় সিঁদুরে লাল ফুল। হলদে-বাসন্তী ফুলে ছেয়ে যায় গাঁদা ফুলের গ‍াছ। চন্দ্রমল্লিকা, ডালিয়া, মাধবীলতা আর সন্ধ্যামালতী নিজ নিজ রঙে সেজে ওঠে। কুসমকাননে প্রজাপতি আর ভ্রমরের আনাগোনা। ভালোবাসার এই তো শুরু!
বসন্ত শুধু একটি ঋতুই নয়, এটি ভালোবাসার প্রতীক। নতুন কুঁড়ি, নতুন চাঁদ, নতুন প্রেম, নতুন ভাবনা, নতুন উন্মাদনা আর নতুন উচ্ছ্বাস। পুরোনোকে নতুন করে রাঙিয়ে দিতে ফাল্গুনি রথে চড়ে আসেন বসন্তদেব।
বসন্ত উৎসবের ঋতু। ভারতীয় উপমহাদেশের অনতম জনপ্রিয় বসন্ত উৎসব হচ্ছে হোলি বা দোলযাত্রা। ফাল্গুনি পূর্ণিমা তিথিতে হোলি খেলা হয়।

পুরাণ অনুযায়ী, ফাল্গুনি পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে  আবির ও গুলাল নিয়ে রাধা ও গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই থেকে বসন্তের নতুন চাঁদের এ দিনে নানা রঙের আবির ছড়িয়ে হোলি খেলা হয়।
এবারের বসন্ত প্রত্যেকের জীবনে বয়ে আনুক পরম আশির্বাদ, পূর্ণতা ও সুখ। বসন্ত বিরাজ করুক সবার মনে।
শুভ বসন্ত।

Thursday, February 11, 2016

কেন ঘুমের আগে পানি পান করবো?

স্বাস্থ্য ডেস্ক: সুস্বাস্থ্যের জন্য পানি পান করা জরুরি। এটি শরীরের কার্যক্রমকে ভালো রাখতে সাহায্য করে। খাবার না খেয়ে হয়তো ৪০ দিন পর্যন্ত থাকা যায়, তবে পানি ছাড়া বাঁচা অসম্ভব!
ঘুমের আগে পানি খেলে শরীর আর্দ্র থাকে। পানি ঘুম ভালো হতে সাহায্য করে, ওজন কমায়। এ ছাড়া ঘুমের আগে পানি পান করার আরো অনেক উপকারিতা রয়েছে। জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন।
শরীরকে আর্দ্র রাখে
পানি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। সারাদিন তো পানি খাওয়ার সুযোগ থাকে। তবে ঘুমের সময় তো আর পানি খাওয়া যায় না। তাই ঘুমের আগে পানি খেলে শরীর ভালোভাবে আর্দ্র থাকে। এটি শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে।
বিষাক্ত পদার্থ দূর করে
শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পানি পান করা জরুরি। আমাদের শরীর বিভিন্নভাবে বিষাক্ত পদার্থ গ্রহণ করে থাকে। এতে বিভিন্ন রোগ হয়। ঘুমানোর আগে পানি পান করলে শরীর থেকে এসব বিষাক্ত পদার্থ দূর হয়।
ভালো ঘুমের জন্য
ঘুমের আগে পানি খেলে ঘুম ভালো হয়। পানি শরীরের ভিটামিন, মিনারেল ও পুষ্টির ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে।
ঘুমের সময় যেহেতু কোনো কায়িক পরিশ্রম করতে হয় না, তাই পানি এসব পুষ্টিকে শরীরের সব অংশে পৌঁছে দিতে সাহায্য করে।
পেশির টান কমে
ঘুমের আগে পানি পান করা পেশি এবং গাঁটকে শিথীল রাখতে সাহায্য করে। এতে পেশিতে টান বা ক্রাম্প হওয়ার শঙ্কা কমে যায়। তা ছাড়া পরের দিনের জন্য আপনার পেশি থাকবে পুরোপুরি ফিট।
ওজন কমায়
পানি একটি জিরো ক্যালোরির খাবার। ঘুমের আগে ঠান্ডা পানি পান ওজন কমাতে সাহায্য করে।
আপনি যদি ঠান্ডা পানি পান করেন, তাহলে শরীর এই পানিকে গরম করতে বেশ পরিশ্রম করে, মানে ক্যালোরি বেশি পোড়ে। এটি ওজন কমাতে সাহায্য করে। তবে এই ওজন কমানোর পরিমাণ বেশ নগণ্যই হয়।

Monday, February 8, 2016

যুব বিশ্ব কাপের সেমিফইনাল


স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অনুষ্ঠানরত যুব ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার পর সোমবার চতুর্থ দল হিসাবে সেমির টিকিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার শুরু হওয়ার অপেক্ষায় ফাইনালে উঠার লড়াই।
প্রথম কোয়ার্টার ফাইনালে নেপালকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে বাংলাদেশ। এরপর নামিবিয়াকে ১৯৭ রানে উড়িয়ে সেমিতে উঠে আসে সাবেক তিনবারের চ্যাম্পিয়ন ভারত। রোববার তৃতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে এশিয়ার তৃতীয় দেশ হিসাবে শেষ চারে খেলা নিশ্চিত করে শ্রীলঙ্কা।
সবার প্রত্যাশা ছিল চতুর্থ দল হিসাবে শেষ চারে উঠে আসুক এশিয়ার আরেক দেশ পাকিস্তান। তাহলে ফাইনালে উঠার লড়াই হতো এশিয়ার চার দেশের মধ্যেই। কিন্তু কথা রাখেনি পাকিস্তান। সোমবার ফতুল্লায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের ফাইনালিস্ট পাকিস্তান।                                                      
আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ১১ ফেব্রুয়ারী দ্বিতীয় সেমিফাইনালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারী হবে ফাইনাল। সবগুলো ম্যাচই শুরু সকাল নয়টা। সরাসরি সম্প্রচার করা হবে জিটিভিতে।
রোববার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলকে ফাইনালে দেখতে চেয়েছেন। তিনি এও বলেছেন, টুর্নামেন্টে হট ফেবারিট ভারত ও বাংলাদেশ। এই দল দুটিরই ফাইনাল খেলা উচিত। তবে শিরোপা জিতবে কে, তা বলেননি। সেটা হয়তো মনে মনেই জানা। ভক্ত-সমর্থকরা তো কায়মনে প্রার্থনা করবে মিরাজদেরই। তবে শিরোপা পরে, তার আগে সেমিতে উইন্ডিজ বাধাটাতো আগে কাটাতে হবে বাংলাদেশের যুবাদের।